শার্শা সীমান্তে দেড় কোটির টাকার স্বর্ণের বারসহ আটক পাচারকারী
যশোরের শার্শা উপজেলায় দেড় কোটি টাকা মূল্যের ১৬ পিস স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১৭ আগস্ট) সকালে উপজেলার গোগা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদে বুধবার সকাল ৯টার দিকে গোগা সীমান্ত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা। স্বর্ণসহ আটক জনিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।