টবে ফোটাবেন কাঠগোলাপ? জেনে নিন টিপস
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৯:৫৩
শীত শেষ হলেই প্রাণ ফিরতে শুরু করে কাঠগোলাপ গাছে। গজায় নতুন পাতা। আগের বছরের গাছ থাকলে নতুন টবে সেটা প্রতিস্থাপন করতে পারেন। মার্চ, এপ্রিল এই গাছ লাগানোর জন্য আদর্শ সময়। এখনও লাগিয়ে ফেলতে পারেন। মোটামুটি সারা বছর ফুল ফোটে কাঠগোলাপ গাছে।
নার্সারি থেকে কিনে এনে যেমন টবে লাগিয়ে দিতে পারেন এই গাছ, তেমনি বীজ থেকে বা কাণ্ড কেটেও নতুন গাছ লাগানো যায়। কাণ্ড কেটে অন্য মাটিতে বুনে দিলে ১৫ দিনের মধ্যেই নতুন পাতা চলে আসবে।
দোআঁশ মাটি এই গাছের জন্য আদর্শ। ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি। যে টবে লাগাবেন তার নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে। মাটির টবের ভাঙা অংশ দিয়ে ছিদ্র বন্ধ করে তারপর লাগান গাছ।
- ট্যাগ:
- লাইফ
- ফুল গাছের যত্ন
- ফুল গাছ