তাইওয়ানের কাছে আবারও মহড়া চালাল চীন

সমকাল তাইওয়ান প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৯:১২

যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতার একটি দলের তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় ফের দ্বীপের কাছে মহড়া চালিয়েছে চীন। তাইপে এসেই যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে চীন তার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। খবর রয়টার্সের।


এ দ্বীপকে চীন তার ‘বিচ্ছিন্ন প্রদেশ’ হিসেবে দাবি করে। কয়দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় বেইজিং। উত্তেজনার মধ্যেই দ্বীপটিতে এলেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এ দল।  


সেনেটর এড মার্কের নেত্বত্বে আইনপ্রণেতাদের দলটি রোববার তাইপে পৌঁছান। পেলোসির পর তাইওয়ান সফরে আসা এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধি দল।পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলছে, সোমবার কয়েকটি বাহিনীর সমন্বয়ে সাগরে ও আকাশে প্রস্তুতিমূলক টহল ও যুদ্ধ মহড়া চালানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও