‘শ্বাসরোধে’ কলেজ শিক্ষিকার মৃত্যু, স্বামী কারাগারে
নাটোরে কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের মৃত্যুর পর আটক স্বামী মামুন হোসেনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। ছুটির দিন হওয়ায় বিকেল সাড়ে ৫টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হয় তাকে। বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন বলেন, ‘মামুন হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ।
এ কারণে ৫৪ ধারায় তাকে আদালতে পাঠিয়েছে। সুতরাং তার জামিন আমরা পাওয়ার হকদার। ’ আগামীকাল পুনরায় জামিনের জন্য আবেদন করা হবে বলে জানান তিনি।
কোর্ট দারোগা আরিফুল ইসলাম বলেন, যেহেতু খাইরুন নাহারের মামলাটির তদন্ত চলছে। সে কারণে তাকে জামিন দেওয়ার বিরোধিতা করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাইরুন নাহারের মৃত্যুতে তার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।