You have reached your daily news limit

Please log in to continue


জুমের সর্বশেষ ‘ম্যাক আপডেটে’ আছে নিরাপত্তা ত্রুটির সমাধান

‘ম্যাকওএস’-এর বিদ্যমান একটি ‘বাগের’ জন্য ‘প্যাচ’ তৈরি করেছে সফটওয়্যার নির্মাতা ‘জুম’, যেটি ব্যবহার করে এতোদিন ব্যবহারকারীর অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণের সুযোগ পেত হ্যাকাররা।

নিজেদের সিকিউরিটি বুলেটিনের এক অ্যাপডেটে ‘সিভিই-২০২২-২৮৭৫৬’ নামে পরিচিত এই সমস্যাকে চিহ্নিত করে জুম বলছে, ম্যাক ডিভাইসে থাকা অ্যাপের ‘৫.১১.৫’ সংস্করণে এই সমস্যার একটি সমাধান যোগ করেছে তারা, যা এরইমধ্যে ডাউনলোড করতে পারছেন ব্যবহারকারীরা।

নিরাপত্তা গবেষক এবং ‘ওপেন-সোর্স ম্যাকওএস’-এর নিরাপত্তা টুল তৈরি করা অলাভজনক সংস্থা ‘অবজেক্টিভ-সি ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা প্যাট্রিক ওয়ারডেল প্রথম সমস্যাটি চিহ্নিত করে গত সপ্তাহে আয়োজিত ‘ডেফ কন হ্যাকিং কনফারেন্সে’ উপস্থাপন করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন