![](https://media.priyo.com/img/500x/https://images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/08/15/uttara-acciden.jpg)
প্রাইভেটকারের ওপর বিআরটির ভায়াডাক্ট, ২ শিশুসহ নিহত ৪
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় বিআরটির উন্নয়ন প্রকল্পের ভায়াডাক্টের অংশ পড়ে একটি প্রাইভাটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু।
আজ সোমবার বিকেলে উত্তরা (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'এ ঘটনায় ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। চাপা পড়া গাড়ি থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'ক্রেন বেঁকে ভায়াডাক্টের অংশ পড়ে যায়। এতে গাড়িটি চাপা পড়ে।'
বিআরটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ক্রেন বিপর্যয়ের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে শুনেছি।'