ভিডিও স্টোরি: প্রেসারের ঔষধ কি সারাজীবন খেতে হবে?
ইউটিউব
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৭:০০
অনেকে উচ্চ রক্তচাপের ঔষধ খেতে চান না; ভাবেন, একবার ঔষধ শুরু করলে সারাজীবন খেতে হবে। আবার অনেকে ওষুধ শুরু করার পর রক্তচাপ কমে এলে খাওয়া বন্ধ করে দেন। এছাড়াও রক্তচাপ বাড়তি থাকলেও শরীরে কোনো সমস্যা হচ্ছে না, এমন অজুহাতে কেউ কেউ ওষুধ খাওয়া বন্ধ করে দেন। আসলে উচ্চ রক্তচাপে তেমন কোনো উপসর্গ না থাকলেও এটি ধীরে ধীরে হৃদরোগ, পক্ষাঘাত, দৃষ্টিহীনতা ও কিডনি অকার্যকারিতার ঝুঁকি বাড়াবে। দীর্ঘমেয়াদি জটিলতা এড়াতেই আপনাকে ঔষধ দেওয়া হয়। অনেকে বলেন, এই ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে, তাই শুরু না করাই ভালো। এটাও বিপজ্জনক চিন্তা। প্রয়োজন হলে ওষুধ অবশ্যই যত দ্রুত সম্ভব শুরু করা উচিত, নয়তো জটিলতা বাড়বে।