অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে শিশুদের স্থূলতা
বাংলাদেশে ৯ থেকে ১০ শতাংশ শিশু স্থূলতা (বাড়তি ওজন) রোগে আক্রান্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। অতিরিক্ত চর্বিযুক্ত ও শর্করা জাতীয় খাবার, জাংকফুড, মোবাইল ফোনে আসক্তি, মাঠে খেলাধুলা না করা ইত্যাদি স্থূলতার মূল কারণ।
গতকাল রবিবার বিএসএমএমইউর এ-ব্লক মিলনায়তনে শিশু বিভাগ, এন্ড্রোক্রাইনোলজি বিভাগ ও জেনারেল সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে স্থূলতা (ওবেসিটি) নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, স্থূলতা অন্যান্য সব রোগের সৃষ্টি করে।
এটির কারণে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, ভিটামিন ডি-এর স্বল্পতা, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধি, মেটাবলিক সিন্ড্রোম, বন্ধ্যাত্ব, ক্যান্সার, মানসিক বিষণ্নতা ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
খাদ্যাভ্যাস পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, সচেতনতা বৃদ্ধিসহ নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশু স্বাস্থ্য
- স্থুলতা
- ওবেসিটি