২৫ বছরে ভারত উন্নত দেশ হবে : জাতির উদ্দেশে ভাষণে মোদি
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে। আজ সোমবার (১৫ আগস্ট) সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। দেশের এগিয়ে যাওয়ার জন্য আগামীর ‘পাঁচ সংকল্প’ও তুলে ধরেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে সাজানো হয়েছে লালকেল্লা। ‘তিরঙ্গায়’ (জাতীয় পতাকায়) সেজে উঠেছে গোটা দেশ। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মোদি তার ভাষণে দূর্নীতি ও পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়ার তাগিদ দেন। আত্মনির্ভর হওয়ার কথাও বলেন। প্রশংসা করেন নারীদের অবদানের। দৃশ্যত প্রধান বিরোধীদল কংগ্রেসকে ইঙ্গিত করে মোদি বলেন, ‘পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। ’
আত্মনির্ভর হওয়ার বার্তা দিয়ে মোদি বললেন, ‘‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও’’।