ভারতকে হারানোর হুমকি জিম্বাবুয়ের

যুগান্তর প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১০:২৭

বাংলাদেশকে দুই ফরম্যাটেই সিরিজে হারিয়ে যেন এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। 


১৫ নম্বরের দল হলেও ঘরে মাঠে জিম্বাবুয়ে বেশ ভয়ঙ্কর বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।


এবার ঘরের মাঠে ক্রিকেটের পরাশক্তি দল ভারতের মুখোমুখি হওয়ার পালা জিম্বাবুয়ের।  সেই সিরিজকে সামনে রেখে ভারতকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া।  


বাংলাদেশের পর ভারতকেও ২-১ ব্যবধানে হারানোর প্রত্যয় জানিয়েছেন এ জিম্বাবুয়ান ব্যাটিং-অলরাউন্ডার। ভারতের বিপক্ষেও আগ্রাসী ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন তিনি।


কাইয়া বলেছেন, ‘আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। ভারতকে হারাতে পারব বলেই মনে হচ্ছে। আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। একাধিক শতরান করতে চাই। এই সিরিজে আমার পরিকল্পনা খুব সাধারণ। নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছি।’


জিম্বাবুয়ে এখন যে ফর্মে রয়েছে তাতে ভারতের বিপক্ষে জয় অসম্ভব কিছু নয় বলে মনে করে এ ব্যাটিং অলরাউন্ডার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও