অঙ্গ প্রতিস্থাপনের পর অ্যান হেচের লাইফ সাপোর্ট খুলে নেয়া হবে
মার্কিন অভিনেত্রী অ্যান হেচের অঙ্গদানের পর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যানের পরিবারের একজন মুখপাত্র। তাঁর অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে।
মুখপাত্র হলি বেয়ার্ড বলেছেন, গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার ৯ দিন পর রবিবার আমেরিকান অভিনেত্রী অ্যান হেচের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে। কারণ অঙ্গ নেওয়ার জন্য একজন ব্যক্তিকে পাওয়া গেছে। অঙ্গ দেওয়া প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, হেচে শুক্রবার থেকেই আইনত মৃত। তাঁর হার্টবিট চলছিল এবং তাঁর উপযুক্ত অঙ্গগুলো সংরক্ষণের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল- যাতে সেগুলো দান করা যায়। অ্যানে মৃত্যু পরবর্তী তাঁর অঙ্গদান করার ইচ্ছা পোষণ করে এসেছেন সবসময়।
গত ৫ আগস্ট সকালে এই অভিনেত্রী গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পাওয়ার পর থেকেই লস অ্যাঞ্জেলেসের উত্তরে ওয়েস্ট হিলস হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১২ আগস্ট মারা যান এই অভিনেত্রী।