কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্তের কারণে ফ্লাইট ৫ ঘণ্টা দেরি

প্রথম আলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ২০:২৭

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পাঁচ ঘণ্টা দেরি হয়েছে যুক্তরাজ্যগামী একটি ফ্লাইটের। পরে আজ রোববার বেলা ৩টা ৩ মিনিটে ২৯৭ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে সিলেট ত্যাগ করে ফ্লাইটটি। ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।


এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পাখির আঘাতের ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা নিরাপদে অবতরণ করেন।


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন, পাখির আঘাতে উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয়। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে মেরামত কাজ করেন। বেলা ৩টা ৩ মিনিটে ২৯৭ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি সিলেট ত্যাগ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও