কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘুরে দাঁড়াতে যা করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৯:৪৯

৭৫ বছর পর গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলার টিকিট পেয়েছিল ব্রেন্টফোর্ড। যেখানে ওরা টিকে আছে এবারও। এমন এক দলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তি গতকাল ৪ গোল হজম করেছে। একটা গোল শোধ করতে পারেনি, অথচ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা খেলেছেন শুরু থেকে।


কয়েক বছর ধরেই ইউনাইটেডের পারফরম্যান্সের গ্রাফ নিম্নগামী। সেই অর্থে ব্রেন্টফোর্ডের কাছে এই হারটা অপ্রত্যাশিত কিছু নয়। বিস্ময়কর হচ্ছে হারের ধরনটা। ম্যাচ শুরুর ৩৫ মিনিটের মধ্যেই ৪টা গোল খেয়েছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ যুগে এত অল্প সময়ে আর কখনো কোনো দলের কাছে ৪ গোল খায়নি ইউনাইটেড। তা–ও যদি প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের মতো দল হতো, ইউনাইটেড সমর্থকেরা সান্ত্বনা খুঁজে পেতেন। ব্রেন্টফোর্ডের কাছে এমন হার! ১৯৩৭ সালের পর এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগে ইউনাইটেডকে হারিয়েছে দলটা।

এই ম্যাচেও ইউনাইটেডের সমস্যাগুলো চোখে পড়েছে, খুব নতুন কিছু নয়। বরং প্রত্যেকটি গোলের নেপথ্যে ভূমিকা রাখল ইউনাইটেডের পরিচিত সমস্যাগুলোই।


কোচ হিসেবে এরিক টেন হাগের যোগ্যতা নিয়ে খুব একটা প্রশ্ন নেই। কৌশলগত দিক দিয়ে আধুনিক কোচদের মধ্যে তিনি অন্যতম সেরা, এটা তিনি গত কয়েক বছরে আয়াক্সের কোচ থাকা অবস্থাতেই প্রমাণ দিয়েছেন। ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর তাই টেন হাগকে ঘিরে সমর্থকদের উচ্চাশারও কমতি ছিল না। সেই আশার পালে হাওয়া লাগায় প্রাক্‌–মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ৪-০ হারানোর আনন্দ। সেই ইউনাইটেড লিগ শুরু হওয়ার পর হারল প্রথম দুই ম্যাচেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও