এলপিজির দামে কোনো নিয়ন্ত্রণ নেই, বেশি নেয়া হচ্ছে ২৩০ টাকা পর্যন্ত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৯:৪০

সরকার প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দিলেও খুচরা পর্যায়ে গ্রাহক থেকে আরও বেশি টাকা নেন ব্যবসায়ীরা। তবে সেই ‘বেশি’র মাত্রাও এখন অনেক বেশি। এ মুহূর্তে এলপিজির খুচরা বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা মানুষের পকেট কাটছেন নিজেদের ইচ্ছেমতো। 


রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন। ভাড়া বাসায় থাকেন। গ্যাস সংযোগ না থাকায় ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। রোববার (১৪ আগস্ট) সকালে রান্না করার সময় তার বাসায় গ্যাস শেষ হয়ে যায়। এলপিজির সিলিন্ডার আনতে যান বাসার পাশের দোকানে। দোকানদারকে দাম জিজ্ঞেস করতেই ঘটল বিপত্তি।



সাড়ে ১২ কেজির যে সিলিন্ডার গত মাসের ১৬ তারিখে ১৩৫০ টাকায় নিয়েছেন সেটির দাম আজ চাওয়া হচ্ছে ১৫০০ টাকা। সরকার এ মাসে এলপিজির দাম কমানোর ঘোষণা দিয়েছে। সে হিসেবে দাম কমার কথা। কিন্তু উল্টো ১৫০ টাকা বেশি চাচ্ছেন বিক্রেতা। এ নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা- 


ক্রেতার বক্তব্য, অন্য সময় খুচরা পর্যায়ে সরকারি রেটের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি নেয়। এবার দেড়শ টাকা বেশি চাচ্ছে, তাও সরকার এ মাসে দাম কমিয়েছে! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও