You have reached your daily news limit

Please log in to continue


মানুষের আবেগ বোঝে রোবটটি

মানুষের আবেগ বুঝতে সক্ষম রোবট তৈরি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ‘সাইবার ওয়ান’ নামের রোবটটি কথা বলার ভঙ্গি বিশ্লেষণ করে মানুষের ৪৫ ধরনের আবেগ শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, দুঃখ বা আনন্দের সংবাদ শুনে অভিব্যক্তিও প্রকাশ করে। বৃহস্পতিবার চীনে ‘মিক্স ফোল্ড টু’ মডেলের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে রোবটটিকে পরিচয় করিয়ে দেন শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জাং। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রকাশের পাশাপাশি লেই জাংকে ফুলও উপহার দিয়েছে ‘সাইবার ওয়ান’।

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার মানুষের আদলে তৈরি রোবটটির ওজন ৫২ কেজি। দেড় কেজি ওজন নিয়ে পথ চলতে সক্ষম রোবটটি কারও সাহায্য ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। আশপাশের ত্রিমাত্রিক ছবি ধারণের পাশাপাশি ৮৫ ধরনের প্রাকৃতিক শব্দও শনাক্ত করতে পারে রোবটটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর রোবটটির চলার গতি বেশ কম, ঘণ্টায় মাত্র ৩ দশমিক ৬ কিলোমিটার। সমতল জায়গার পাশাপাশি উঁচু-নিচু পথ চলতে সক্ষম রোবটটি পড়ে গেলে একাই উঠে দাঁড়াতে পারে। এমআই সেন্স সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে চেনার পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন