উৎপাদন এলাকায়ও মরিচের দামে ঝাঁজ, সবজির দাম চড়া
উৎপাদন এলাকা বগুড়ার বাজারে হঠাৎ করেই দাম বেড়েছে কাঁচা ও শুকনা মরিচের। প্রতি কেজি কাঁচা মরিচের প্রায় ৫০ টাকা ও শুকনা মরিচের দাম ১০০ টাকা বেড়েছে।
এদিকে উত্তরাঞ্চলে সবজির বড় পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাটে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম পাইকারি পর্যায়ে কেজিতে গড়ে ১০ টাকা বেড়েছে।
একবার হাতবদলের পর শহরের খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ২০ টাকা। মহাস্থান হাটে সরবরাহ স্বাভাবিক থাকলেও এক সপ্তাহের ব্যবধানে শনিবার বিভিন্ন ধরনের সবজির দাম মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।