You have reached your daily news limit

Please log in to continue


ব্র্যাক ব্যাংক-এর ‘তারা’ গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে ওয়ান্ডার ওম্যান

নারীকেন্দ্রিক ট্রাভেল কোম্পানি ‘ওয়ান্ডার ওম্যান’-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (‘TARA’) ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান-এর কাছ থেকে বিনা মূল্যে একটি ভ্রমণ কনসালটেশন সার্ভিস উপভোগ করবেন, এর সাথে সার্ভিস চার্জে ১০% ছাড়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে ৭% পর্যন্ত ছাড় এবং ওয়ান্ডার ওম্যান সামগ্রীতে ১০% ছাড় পাবেন। 

ব্র্যাক ব্যাংক-এর মাস্টারকার্ড ‘তারা’ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান ট্রাইব কার্ডে ২৫% ছাড় পাবেন। ‘তারা’ গ্রাহকেরাও এই চুক্তির অধীনে ‘ওয়ান্ডার ওম্যান’-এর থেকে ইএমআই সুবিধা পাবেন। স্টুডেন্ট সেগমেন্টের জন্য ‘তারা’ আগামী সেভারস অ্যাকাউন্টের সঙ্গে ৫০০ টাকার একটি ভাউচারও দেওয়া হবে। এই অফারটি ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। এর পাশাপাশি ব্র্যাক ব্যাংক ‘তারা’ এবং ওয়ান্ডার ওম্যান যৌথভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের নেটওয়ার্কিং ও সক্ষমতা উন্নয়নে কাজ করবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন