উৎসবে মত্ত স্প্যানিশরা, আচমকা ঝড়ে লণ্ডভণ্ড মঞ্চ
স্পেনে শক্তিশালী ঝড়ের আঘাতে একটি সংগীতের উৎসব মঞ্চ ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪০ জন।– খবর বিবিসির। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চ ভাঙার পর উৎসবে যাওয়া কিছু দর্শনার্থী আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।
আবার অনেকে উৎসবস্থলে স্থির আছেন। আগামী রোববার পর্যন্ত জনপ্রিয় ইলেকট্রনিক মিউজিক ফ্যাস্টিব্যাল নামের এ উৎসব চলার কথা ছিল। কিন্তু আচমকা ঝড়ে মঞ্চ ভেঙে যাওয়ায় উৎসবটি বাতিল করা হয়েছে। আঞ্চলিক জরুরি সেবা বিভাগ জানায়, শনিবার সকালে আহতদের মধ্যে তিনজন মারাত্বকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বালুর ঝড় উৎসবস্থলে আঘাত হানে। স্পেনের আবহাওয়া বিভাগ জানায়, দমকা হাওয়াটি সেই সময় স্পেনের পূর্বাঞ্চলের উপকূল এলাকা থেকে ৮০ কিলোমিটার বেগে এসেছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ঝড়ের আঘাত
- লণ্ডভণ্ড