জাতীয় শোক দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৮:২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত থাকবেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের জনসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।


এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহনে ও হেঁটে অসংখ্য নেতা–কর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি থাকবে। এ উপলক্ষে ধানমন্ডি–৩২ এর চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ থাকবে যান চলাচল। ধানমন্ডি ২৭ এর পর বন্ধ থাকবে ধানমন্ডি ৩২ আসা যাওয়ার রাস্তাটি। সিটি কলেজের পর থেকে ধানমন্ডি ৩২ মুখি আসা-যাওয়ার রাস্তাটিও বন্ধ থাকবে। বন্ধ থাকবে সোনারগাঁও ক্রসিং থেকে ধানমন্ডি ৩২ গামী আসা-যাওয়ার রাস্তাটিও।


শনিবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও