স্যামসাংয়ের নতুন ভাঁজফোন উন্মোচিত
নতুন ভাঁজফোন (ফোল্ড ফোন) উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি আনপ্যাকড শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ হ্যান্ডসেট দুটি উন্মোচন করে কোম্পানিটি।
গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনটিতে রয়েছে ৭.৬ ইঞ্চি মেইন এবং ৬.২ ইঞ্চি কাভার (ডায়নামিক অ্যামোলেড ২এক্স) ডিসপ্লে; ৫০+১২+১০ এমপি রয়ার ক্যামেরা সেটআপ, সামনে থাকছে ৪ এমপি ক্যামেরা এবং ১০ এমপি কাভার ক্যামেরা। ডিভাইসটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর (৩.১৮ গিগাহার্টজ পর্যন্ত), ১২ জিবি র্যাম/রম, ২৫৬ জিবি রম এবং ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স মেইন এবং ১.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড কাভার ডিসপ্লে। ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম, অক্টাকোর প্রসেসর (৩.১৮ গিগাহার্টজ) এবং ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটি অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির প্রি-অর্ডার শুরু হবে ২০ আগস্ট থেকে।