লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) যাত্রা শুরু করেছে এ বছরই। এলএলসির প্রথম প্রতিযোগিতা হয়েছে এ বছরের জানুয়ারিতে, মাসকটে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা এ লিগের দ্বিতীয় আসরটি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে ভারতের ছয়টি শহরে।
এবারের লিজেন্ডস লিগে ভারত মহারাজাসের বিপক্ষে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভারত মহারাজাসকে নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলী। আর ওয়ার্ল্ড জায়ান্টাসের নেতৃত্বে থাকবেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান। মরগানের দলে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।