মা-বাবার এই ভুলই কিন্তু ভবিষ্যতে ক্ষতি করে সন্তানের, আপনি করছেন না তো?
eisamay.com
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১৭:১২
সব বাবা - মাই সন্তানকে ভালো করে মানুষ করতে চান। চান সে ভালো মানুষ হোক। দশ জনের একজন হোক। কিন্তু কেউ পারেন, কেউ পারেন না। তাদের প্রভাবে সন্তানের সঠিক ব্যক্তিত্ব গড়ে ওঠার বদলে উল্টো বিপত্তি হয়। কারণ সন্তানকে প্রতিপদে উৎসাহ দেওয়া ও কীভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হয় তা শেখানোর বদলে তারা তাকে সব সময় আগলে রাখার চেষ্টা করেন। গঠনমূলক সমালোচনা করে উৎসাহ দেওয়ার বদলে হয় নিরুৎসাহ করেন নয়তো বকাঝকা করে থামিয়ে দেন। ফলে সন্তান নিজে থেকে নতুন কিছু করার আগ্রহ হারিয়ে ফেলে। তার আত্মবিশ্বাস কমে যায়।
ভাবছেন, কীভাবে এগোলে সন্তানের প্রতিভার সঠিক বিকাশ হতে পারে? বাড়তে পারে তার আত্মবিশ্বাস? আসুন, দেখে নেওয়া যাক।