ভাড়া বাড়িয়েছে পাঠাও, সিদ্ধান্তের অপেক্ষায় উবার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১৬:২৭

দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও মোটরসাইকেলের রাইডে ভাড়া বাড়িয়েছে। রবিবার (৭ আগস্ট) থেকে মোটরসাইকেলের ভাড়ায় নতুন নিয়ম কার্যকরও হয়েছে। তবে পাঠাও-এর কার শেয়ারিং সার্ভিসের (পাঠাও কার) ভাড়া বাড়েনি। আগেরও নিয়মেই চলছে। ভাড়া বাড়িয়েছে অনডিমান্ড সার্ভিস ‘ট্রাক লাগবে’। এদিকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার আগের ভাড়াতেই চলছে। উবারের ভাড়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।


এছাড়া রাইড শেয়ারিং সার্ভিস ওভাই, শাটল সার্ভিস শাটল এবং অনডিমান্ড সার্ভিস ট্রাক লাগবে এখন রাইড শেয়ারিং এবং অনডিমান্ড সেবা দিচ্ছে।


ভাড়ার বিষয়ে জানতে চাইলে উবারের মুখপাত্র ই-মেইল বার্তায় বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ক্রমাগত বাজার পর্যবেক্ষণ করছি। আমাদের যাত্রী ও চালকদের ওপর সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করছি। এগুলো যথাযথ বিবেচনা করার পর আমরা মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও