কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘সাকিবকে কড়া নজরদারিতে রাখা হবে’

আপনি তো সাকিব আল হাসানের চিঠির অপেক্ষায় ছিলেন। সেই চিঠি নাকি পেয়েছেন?
নাজমুল হাসান: হ্যাঁ, পেয়েছি।


চিঠিতে সাকিব কী লিখেছেন?


নাজমুল: বেটউইনারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে বলে জানিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এ-সংক্রান্ত পোস্ট সরিয়ে নেওয়ার কথাও বলেছে। জাতীয় দলের হয়ে মনপ্রাণ দিয়ে খেলার প্রতিশ্রুতিও দিয়েছে।


এখন আপনারা কী করতে যাচ্ছেন? সাকিবই কি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন?


নাজমুল: এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছি না। সাকিব ১২ তারিখ (আজ) রাতে দেশে আসছে। ১৩ তারিখ সকালে ওর সঙ্গে বসব। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। সামনাসামনি বসে ওর সঙ্গে কথা বলব।


বেটউইনার-বিতর্কে শুরু থেকেই আপনি কড়া এবং পরিষ্কার অবস্থান নিয়েছেন। এই ঘটনা প্রথম জানার পর আপনার প্রতিক্রিয়া কী ছিল?


নাজমুল: আই ওয়াজ শকড। এটা মেনে নেওয়া খুব কঠিন। ওকে আমরা টেস্ট ক্যাপ্টেন করলাম, টি-টোয়েন্টি ক্যাপ্টেন করব বলে ঠিক করলাম...আর ও কিনা এমন একটা কাণ্ড করল! কোনো সাবেক খেলোয়াড় এমন করলে তা-ও না হয় একটা কথা ছিল। বর্তমান খেলোয়াড় হয়ে ও কীভাবে এটা করে? এটা তো আমাদের দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। সংবিধানেও এটা পরিষ্কার লেখা আছে। ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লেগেছে। ওকে নিয়ে এত কিছু চিন্তা করছি, আর ও কিনা...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন