![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/08/12/og/083410Rashifol_KK_Pic.jpg)
আজকের রাশিফল : জেনে নিন কেমন কাটবে দিন
আজ ১২ আগস্ট, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও আর্থিক চাপ থাকবে। ঘনিষ্ঠ কারো জন্য দুশ্চিন্তা হবে। ব্যয় বাড়বে। কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। বন্ধুর সান্নিধ্যে আনন্দ বাড়বে। শরীর ভালো রাখুন। মকর কোনো আশা পূরণ হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায় নতুন কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। আয়ের নতুন কোনো উৎস পেতে পারেন। প্রিয়সঙ্গ আনন্দ দেবে। কুম্ভ কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে।
নতুন অভিজ্ঞতা দূর ভবিষ্যতে পুরস্কৃত করবে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। বিতর্ক এড়িয়ে চলুন। মীন কোনো ভালো খবর পেতে পারেন। কোনো নতুন বিষয় আলোকপাত করতে পারে। প্রিয়জনের ফোনালাপে ব্যস্ত সময় কাটবে। মনের অবসাদ দূর হবে। অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। আবেগ নিয়ন্ত্রণ করুন। মেষ কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। কাছের কারো অসুস্থতায় উদ্বেগ থাকতে পারে। নতুন চিন্তাধারায় আকৃষ্ট হতে পারেন।
অতিরিক্ত উৎসাহ ক্ষতির কারণ হতে পারে। সতর্ক থাকবেন। বৃষ আজ পরিবেশ এবং পারিপার্শ্বিকতা সহজেই আপনাকে প্রভাবিত করতে পারে। সম্মিলিতভাবে কিছু করে আনন্দ পাবেন। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। হতাশ লোকদের এড়িয়ে চলুন। মিথুন আজ প্রকাশ্যে আশার চেয়ে নেপথ্যে কাজ করতে ভালো লাগবে। নিজের মনের কথা নিঃসংকোচে বলতে পারবেন না। নিজের এবং প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। মন ভালো রাখুন। কর্কট আজ আপনার মন কোনো ছক বাঁধা পথে চলতে চাইবে না। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনাকে প্রভাবিত করতে পারে। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি হবে। নতুন সুযোগের সন্ধান করুন।
- ট্যাগ:
- লাইফ
- রাশিফল
- রাশি
- আজকের রাশিফল