You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টাউট বাটপার’ ঠেকাতে শিক্ষা কর্মকর্তার নির্দেশনা

রাজশাহীর তানোর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন নামধারী প্রতারক, মাদকসেবী, বখাটেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২ আগস্ট তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন।


নির্দেশনায় বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন নামধারী টাউট বাটপার, হেরোইন খোর, গাঁজাখোর ও মাতাল তথ্য সংগ্রহের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে চাঁদাবাজিসহ প্রতিষ্ঠানের সঙ্গে অশালীন ভাষা প্রয়োগসহ খারাপ আচরণ করছেন। যদি কোনো লোক কোনো তথ্যের জন্য প্রতিষ্ঠানে যায় তবে তিনি তাঁর সঠিক পরিচয় দিয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী দুই টাকার টিকিট লাগিয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একখানা আবেদনপত্র দাখিল করবেন।’


এতে আরও বলা হয়, ‘কেউ আবেদন করলে প্রতিষ্ঠান প্রধান তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ (বিশ) কর্ম দিবসের মধ্যে তথ্য প্রদান করবেন। যদি কেউ তথ্য সংগ্রহের নামে প্রতিষ্ঠানে গিয়ে চাপাবাজি করেন বা কোনো অশান্তি সৃষ্টি করেন তবে প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান এবং সকল শিক্ষক কর্মচারী মিলে তাঁকে আটকে রেখে থানায় দেবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন