ইংল্যান্ডে খেলতে গিয়ে পালালেন দুই পাকিস্তানি
দিন কয়েক আগেই কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে বার্মিংহাম থেকে নিখোঁজ হয়েছিলেন শ্রীলঙ্কার ১০ অ্যাথলেট ও কর্মকর্তা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের দুই বক্সার। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ)।
পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানান, সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দুই ঘণ্টা আগে থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অবশ্য নিখোঁজ হলেও তাদের পাসপোর্ট ও যাবতীয় কাগজ রয়ে গেছে ফেডারেশন কর্তাদের কাছে।
আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে অ্যাথলেটদের পালানোর ঘটনা পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। এর আগে হ্যাঙ্গেরিতে ফিনা সাতার চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে পালিয়েছিলেন দেশটির জাতীয় সাতারু ফাইজান আকবর।
এরই মধ্যে ইংল্যান্ডের পাকিস্তান দূতাবাস তাদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি করেছে। এবারের কমনওয়েলথ গেমসে দুটি স্বর্ণসহ মোট ৮টি পদক জিতেছে পাকিস্তান।
- ট্যাগ:
- খেলা
- নিখোঁজ
- বক্সার
- কমনওয়েলথ গেমস
- পালিয়ে আসা