You have reached your daily news limit

Please log in to continue


হোটেল থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা মো. রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

এর আগে গতকাল বুধবার (১০ আগস্ট) রাতে খবর পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে ওই আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল।

এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী ওই ব্যক্তি জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে জানা গেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রেজাউলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন