You have reached your daily news limit

Please log in to continue


‘সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে, সে দেশের ক্রিকেটে থাকবে নাকি বেটিংয়ে’

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি সাফ জানিয়ে দিলেন, চুক্তি থেকে সরে না এলে এই অলরাউন্ডারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক চুকে যাবে পুরোপুরি। কোনোভাবেই এই চুক্তি মেনে নেওয়া হবে না জানিয়ে বোর্ড প্রধান সিদ্ধান্তের ভার ছেড়ে দিলেন সাকিবের ওপরই।

এই চুক্তি নিয়ে সাকিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এখনও জবাব পায়নি বিসিবি। এশিয়া কাপের দল ঘোষণাও তাই থমকে আছে। বৃহস্পতিবারের মধ্যে এই অলরাউন্ডার জবাব পাওয়া যাবে বলে আশা করছে বোর্ড। সাকিবের জবাব পেলে শুক্রবার-শনিবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি।

এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ সময় ছিল গত সোমবার। তবে সাকিবকে নিয়ে দোলাচলের কারণে বিসিবি দল ঘোষণার জন্য বাড়তি তিন দিন সময় নেয়। সেই সময়ের শেষ দিনেও দল ঘোষণা করতে পারছে না তারা।

বৃহস্পতিবার বিকেলে নিজের পেশাগত কার্যালয় বেক্সিমকোতে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, সাকিবের জবাব পাওয়ার পর তারা দল ঘোষণা করবেন।

“সাকিবের ব্যাপার নিয়ে দ্বিতীয় চিন্তা করার সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল, এখনও সেটাই। বিসিবিতে প্রথম আসার পরই আমি বলেছিলাম এসব ব্যাপারে (বেটিং সংশ্লিষ্ট কিছু) আমাদের ‘জিরো টলারেন্স।’ যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, আমাদের কাছে এসবের কোনো সুযোগই নেই। যে জন্য তখন আশরাফুলের মতো ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে।।”

“এখন এটা পুরোপুরি তার (সাকিবের) ওপর। আমরা একটা চিঠি দিয়েছি, সেটার উত্তর আজকের মধ্যে পাওয়ার কথা। কালকের মধ্যেই পাওয়ার কথা ছিল। পরে শুনেছি সে বলেছে আজকের মধ্যে দেবে। আজকে পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর আমরা সিদ্ধান্ত নেব সে থাকবে কী থাকবে না।”

সাকিব শেষ পর্যন্ত চিঠিতে যে ব্যাখ্যাই দিন না কেন, বিসিবি নিজেদের ভাবনায় অটল। সাকিবের এই চুক্তি বিসিবি কোনোভাবেই মানবে না এবং চুক্তি থেকে সরে না এলে তাকে দলে রাখা হবে না।

“যতক্ষণ পর্যন্ত আমরা হাতে লিখিত কাগজ না পাব, আমরা যে চিঠি দিয়েছি, সেটার জবাব না পাব এবং সেটা সন্তোষজনক না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার সুযোগ দেখি না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন