কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১০:৩৫

কমনওয়েলথ গেমস শেষ হয়েছে সোমবার। তার পর থেকেই নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার। বুধবার এমনটাই জানিয়েছে সে দেশের জাতীয় বক্সিং সংস্থা।পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানিয়েছেন সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে পাওয়া যাচ্ছে না।


পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তাঁরা।


নাসির বলেন, “ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে।” দলের তরফে ইতিমধ্যেই ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে। তদন্তের জন্য পাকিস্তান অলিম্পিক্স সংস্থা চার জনের দল তৈরি করেছে।এ বারের কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনও পদক পায়নি পাকিস্তান। অন্য খেলাগুলিতে মোট আটটি পদক পেয়েছে তারা। পেয়েছে দু’টি সোনাও। ভারোত্তোলন এবং জ্যাভলিনে সোনা জিতেছে পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও