তাইওয়ানে ‘বিচ্ছিন্নতাবাদী’ তৎপরতা সহ্য করা হবে না: চীন

প্রথম আলো তাইওয়ান প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৯:২৫

তাইওয়ানে যেকোনো ধরনের ‘বিচ্ছিন্নতাবাদী’ তৎপরতার বিরুদ্ধে শূন্য-সহনশীলতার নীতি অনুসরণের অঙ্গীকার করেছে চীন। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


আজ বুধবার চীন এই অঙ্গীকার করে। একই সঙ্গে দেশটি হুমকি দিয়ে বলেছে, প্রয়োজনে তারা জোর করে স্বশাসিত দ্বীপটি দখল করে নেবে।


চীনের তীব্র বিরোধিতা সত্ত্বেও গত সপ্তাহে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর এই সফরের প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে অভূতপূর্ব সামরিক মহড়া শুরু করে চীন।


চীনের সামরিক মহড়া গত রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চলতি সপ্তাহেও মহড়া অব্যাহত আছে। মহড়া কবে শেষ হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেনি চীন।


চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় আজ একটি শ্বেতপত্র ইস্যু করেছে। তারা কীভাবে দ্বীপটি দাবি করতে চায়, তার রূপরেখা এই শ্বেতপত্রে রয়েছে।


শ্বেতপত্রে বলা হয়, ‘আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য ব্যাপক পরিসর তৈরি করতে প্রস্তুত। তবে আমরা কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতার সুযোগ দেব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও