ক্যাবল ছাড়াই আইফোন থেকে ডেস্কটপে ফাইল নেওয়ার উপায়
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১২:৪৭
                        
                    
                আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রায়ই একটি ঝামেলায় পড়তে হয়। তা হচ্ছে ডাটা বা ফাইল ট্রান্সফার করা। সঙ্গে ক্যাবল না থাকলে যখন তখন কাজটি করাও যায় না। তবে চাইলে কোনো ক্যাবল ছাড়াই আইফোন থেকে ডেস্কটপে ফাইল ট্রান্সফার করতে পারবেন।
এজন্য-
>> ‘ফাইলস’ অ্যাপ খুলতে হবে এবং স্ক্রিনে উপরের বাঁ-দিকে সরাসরি চলে যেতে হবে থ্রি ডটেড মেনুুতে।
>> ‘কানেক্ট টু সার্ভার’-এ ক্লিক করতে হবে। এখানে ব্যবহারকারীকে নিজের পিসি আইপি অ্যাড্রেসে যান। সেখানে ‘গেস্ট’ অপশন পাবেন। এটি বেছে নিন।