কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩৫০০ কিলোমিটার হাঁটবে কংগ্রেস

ডেইলি বাংলাদেশ ভারত প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১১:২৬

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে ঘিরে দীর্ঘ কর্মসূচি হাতে নিয়েছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মির পর্যন্ত ৩৫০০ কিলোমিটার পদযাত্রার কর্মসূচি করবে দলটি। ‘ভারত জোড়ো যাত্রা’ নামের কর্মসূচিটি শেষ হবে ১৫০ দিনে।


কংগ্রেস জানায়, মোদি সরকারের তৈরিকৃত বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক প্রতিহিংসার বিষয়ে মানুষকে সচেতন করতেই এ কর্মসূচি। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিসহ কংগ্রেসের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর।


দিনটিকে স্মরণ করেই আগামী ৭ সেপ্টেম্বর থেকে কর্মসূচিটি শুরু করতে চাইছে দলটি। রাজনৈতিক মহলের একাংশের মতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ আসলে দলীয় কর্মীদের চাঙ্গা করার পরিকল্পনা। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি তলানিতে। দলের এ মৃতপ্রায় অবস্থা থেকে কর্মীদের উজ্জ্বীবিত করতেই কর্মসূচিটি হাতে নিয়েছে দলটি।    কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কর্মসূচির বিষয়ে একটি টুইট করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও