৯ ঘণ্টা পর সাতক্ষীরা থেকে ছাড়া হলো দূরপাল্লার বাস
দুই জেলার মালিক সমিতির দ্বন্দ্বে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল তিনটা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু।
সাইফুল করিম সাবু বলেন, সোমবার যশোরে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে তালা লাগিয়ে দেন যশোর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। সে কারণে সাতক্ষীরা থেকে পরিবহন বন্ধ করে দিয়েছেন মালিকরা। গত ৫ আগস্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। তখন শ্যামনগরের উচ্ছৃঙ্খল শ্রমিকরা যশোরের গাড়ি শ্যামনগর যেতে নিষেধ করেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করলে যশোরের গাড়ি কালিগঞ্জে আটকে দেন শ্রমিকরা। পরে ছেড়েও দেন।