কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিম্বাবুয়ের কাছে হারের উত্তর খুঁজছেন ডোনাল্ডও

প্রথম আলো প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ২০:৫৪

গত মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। নতুন চাকরির প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশ দলকে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারাতে দেখেন এই কিংবদন্তি পেসার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডোনাল্ডের ভাষায়, ‘সেখানে কী ক্লাসি দলই না ছিলাম আমরা!’


ওয়ানডে সুপার লিগের সেই সিরিজটি বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানের জয়। কিন্তু গত কয়েক মাসে এমন কী হলো যে প্রায় একই কন্ডিশনে প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছে সিরিজ হারতে হলো বাংলাদেশকে? হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ বাংলাদেশ দলের অনুশীলনের আগে ডোনাল্ডের কাছেই করা এ প্রশ্নটার নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া গেল না।



ডোনাল্ড বলছিলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও