You have reached your daily news limit

Please log in to continue


ক্ষুদ্র জাতিগোষ্ঠীদেরও প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজনকেও প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে আসতে হবে। আইসিটি বিভাগ তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

আজ মঙ্গলবার সকালে নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এসব কথা বলেন। তিনি ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন।

জাতীয় আদিবাসী পরিষদ ও এনএনএমসির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সিংড়া উপজেলা সদরে ওই মতবিনিময় সভা হয়। জাতীয় আদিবাসী পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাওয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঘুনাথ এক্কার পরিচালনায় বক্তব্য দেন নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেতা নবীন চন্দ্র ও নিরঞ্জন কুমার। এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ক্ষুদ্র জাতিগোষ্ঠী

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন