স্বপ্নতে চাকরি দেওয়ার প্রলোভন, সিটি-সাইবার টিমের অভিযানে গ্রেফতার ৪

বার্তা২৪ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১১:৫৮

দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইনশপ স্বপ্ন। এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু প্রতারক চক্র অনেকদিন ধরেই টাকা আত্মসাৎ করে আসছিল।


এই আত্মসাৎ-এর অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)- এর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সংযুক্ত সিমসহ বেশ কিছু কাগজ জব্দ করা হয় ।


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাইবার ক্রাইম প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যের্তিময় গোপ জানান, মামলা প্রাপ্তির পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে সক্ষম হই। চাকরি প্রত্যাশীদের নিকট আমাদের প্রত্যাশা যে, আপনারা জেনে, বুঝে, শুনে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করুন অন্যথা যে কোন সময় প্রতারণার শিকার হতে পারেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও