রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এক ঘণ্টা বেশি কেন?
দেশের অন্যান্য স্থানের বিদ্যালয়ের চেয়ে রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এক ঘণ্টা বেশি। এতে শিক্ষকদের মধ্যে যেমন অসন্তোষ রয়েছে, তেমনি অভিভাবকরাও আপত্তি তুলছেন। শিক্ষকরা বলছেন, রাজধানী আর রাজধানীর বাইরে দুই নিয়ম থাকা উচিত নয়। অভিভাবকরা বলছেন, টানা সোয়া সাত ঘণ্টা স্কুলে থাকা শিশুদের জন্য মোটেও সহনীয় নয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ১ মার্চ প্রকাশিত রুটিনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন এক থাকলেও গত ৯ মে জারি করা অফিস আদেশে পাল্টে ফেলা হয়। এতে রাজধানীর বিদ্যালয়গুলো চলছে সোয়া সাত ঘণ্টা আর সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে সোয়া ছয় ঘণ্টা।
বিদ্যালয় পরিচালনায় এক ঘণ্টা কম-বেশির এই অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা সরকারি সিদ্ধান্ত। কোনও অসঙ্গতি নয়। যেসব শিক্ষক বিদ্যালয়ে এক ঘণ্টা কম থাকতে চান, তারা রাজধানীর বাইরে যেখানে নিয়োগ সেখানে চলে চলে যেতে পারেন। রাজধানীতে যারা কর্মরত তাদের বেশিরভাগই বদলি হয়ে আসা।’