![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhili-20220809090517.jpg)
পবিত্র আশুরা উপলক্ষে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত
তিনি আরো বলেন, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
সেইসঙ্গে বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।