![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fflag-20220808111633.jpg)
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাতেও ওড়ে জাতীয় পতাকা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে রাতেও ওড়ে জাতীয় পতাকা। রোববার (৭ আগস্ট) রাত পৌনে আটটার দিকে ওই ইউপি পরিষদে গিয়ে দেখা যায় এমন চিত্র।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক যুবক ভবনটির সামনের বারান্দায় বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। কেউ কেউ ভবনের সামনের পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছেন। চোখ ছানাবড়া হয় এত রাতেও ভবনটির সামনে পতাকা উড়তে দেখে। ভেতরে গিয়ে কাজে ব্যস্ত থাকা দুই উদ্যোক্তার কাছে এখনও কেন পতাকা ওড়ানো আছে জানতে চাইলে ভ্যাবাচেকা খান।