কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুরা স্থুল হচ্ছে কেন

দেশ রূপান্তর প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৮:০৫

বিশ্বে স্থুল শিশুর সংখ্যা বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতেও উদ্বেগজনক হারে বাড়ছে শিশুদের স্থূলতা। অপুষ্টিতে ভোগা শিশুর সঙ্গে পাল্লা দিয়ে স্থুল শিশুর সংখ্যা বৃদ্ধির জন্য অর্থনৈতিক বৈষম্যকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া বিজ্ঞাপন, খাদ্যাভ্যাসসহ অন্যান্য কারণ তো রয়েছেই। লিখেছেন তৃষা বড়ুয়া


শিশুর বাড়তি ওজন


সামাজিক ও অর্থনৈতিক নানা কারণে বিভিন্ন বয়সী শিশুদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শারীরিকভাবে অবিকশিত শিশুর তালিকায় বিশ্বে ভারতের অবস্থান ওপরের দিকে। এ নিয়ে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা দুশ্চিন্তায় রয়েছেন। তার ওপর দেশে স্থূল শিশুর সংখ্যা বৃদ্ধি তাদের আরও ভাবাচ্ছে।


মূলত ছোটবেলা থেকে ভারতীয় শিশুরা স্থূলতা বা অতিরিক্ত ওজনের অধিকারী হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না গেলে শিশুদের স্থূলতা মহামারী আকার ধারণ করতে পারে। পরিস্থিতি এরই মধ্যে এতটাই নাজুক হয়ে পড়েছে যে, সন্তানের ওজন কমাতে ভারতীয় অভিভাবকরা দ্বারস্থ হচ্ছেন চিকিৎসকের, বাধ্য হচ্ছেন সার্জারি করাতে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও