You have reached your daily news limit

Please log in to continue


ভ্রমণ খরচ কমাবে যেসব অ্যাপ

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, আন্তর্জাতিক পর্যায়ে মুদ্রামানের উত্থান-পতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে বর্তমানে ভ্রমণ অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। তবে এজন্য যে ভ্রমণ বন্ধ করে দিতে হবে তা নয়। আধুনিক প্রযুক্তির এ সময়ে বিশ্বে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিষেবা রয়েছে যারা ভ্রমণকে সুবিধাজনক করতে ও ব্যয় কমাতে সহায়তা করে। এছাড়া কিছু অ্যাপসও রয়েছে।

দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে দেশ সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা ও অ্যাপসগুলোর কার্যক্রম সম্পর্কে জেনে নেয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে হোটেল বুক করা, নির্দিষ্ট এলাকা ভ্রমণে কোন কোন বিষয় জরুরি সেগুলো সম্পর্কে ধারণা প্রদানে বেশকিছু অ্যাপ রয়েছে।

কায়াক

প্রথমেই রয়েছে কায়াক। ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাজেট নির্ধারণ ও খরচ কমানো। এদিক থেকে ভ্রমণ পরিকল্পনার জন্য অন্যতম অ্যাপ হচ্ছে কায়াক। আকাশপথে ভ্রমণের জন্য পছন্দের ফ্লাইট নির্ধারণের পাশাপাশি হোটেল ও চলাচলের জন্য বিভিন্ন গাড়ি পরিষেবা প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যাবে। অ্যাপে যে কেউ সবচেয়ে কম খরচে ভ্রমণের জন্য তারিখও নির্ধারণ করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন