ক্যারিয়ার বাঁচাতে ভাইকে দিয়ে বিয়ে সারলেন ফুটবলার

সমকাল প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ২১:০১

জুলাইয়ের শেষে বিয়ে করবেন আগেই ঠিক করে রেখেছিলেন মোহামেদ বুয়া তুরায়। বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। এর মধ্যে সুইডেনের ক্লাব মালমো এফএফ থেকে চুক্তির প্রস্তাব পান তিনি। 


মালমোর পক্ষ থেকে তাকে আগে ভাগে ক্লাবে যোগ দেওয়ার জন্য বলা হয়। তিনিও ক্যারিয়ারের চিন্তায় ওই ডাকে সাড়া দেন। সিয়েরা লিওনের এই ফুটবলারের তাই এক সঙ্গে দুই স্থানে থাকা সম্ভব হয়নি। তবে নির্ধারিত সময়ে দুটি কাজই সম্পন্ন করেছেন তিনি। 


বুদ্ধি খাটিয়ে বিয়েও করেছেন। ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ক্যাম্পেও যোগ দিয়েছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ ধরতে পারেননি তুরায়ের বিষয়টি। নিজেই সাক্ষাৎকারে ফাঁস করেছেন মজার বিষয়। 


তুরায়ের বিয়ে হয়েছে গত ২১ জুলাই। অথচ ওই সময় তিনি সুইডেনে ছিলেন। ওদিকে বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। বিয়ের পরে গত ১ আগস্ট স্ত্রী সুয়াদ বাইডনের সঙ্গে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কীভাবে করলেন? 


তুরায় জানিয়েছেন, প্রিয়তমার সঙ্গে বিয়ের ছবি আগেই তুলে রেখেছিলেন তিনি। বিয়ের দিন আনুষ্ঠানিকতা সারতে পাঠিয়েছিলেন ভাইকে, ‘আমরা আগেই ছবি তুলে রেখেছিলাম। যাতে কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু আমি বিয়ের অনুষ্ঠানে যাইনি। আমার ভাই আমার প্রতিনিধিত্ব করেছেন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও