কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জাতির সঙ্গে প্রতারণা: ইসলামী ফ্রন্ট

www.ajkerpatrika.com জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৭:৪৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিবেচকের মতো নেওয়া হয়েছে এবং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। জ্বালানি তেলের অসম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন দলটির নেতা-কর্মীরা।   



আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা। 



আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হঠকারী সিদ্ধান্ত, যা অবিবেচকের মতো নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দীতে এসে তুঘলকি শাসন কায়েম করছে। অতি দ্রুত সাধারণ জনগণের কথা বিবেচনা করে তেলের দাম প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। 



বক্তাদের দাবি, বৈশ্বিক বাজারে তৈলের মূল্য যখন কমেছে, তখন দেশে জ্বালানি তেলের মূল্য কমেনি। সরকারনিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগসাজশে আবার গাড়িভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরকার প্রতারণা করবে নিঃসন্দেহে। এ ধরনের অবিবেচক সিদ্ধান্তের ফলে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত নাগরিকেরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও