You have reached your daily news limit

Please log in to continue


মুশফিকের পর নেই নাজমুল, চাপে বাংলাদেশ

ফিরতে হলো নাজমুলকে

বেশ খানিকটা সময় ধরেই নড়বড়ে মনে হচ্ছিল নাজমুলকে। এবার মাধেভেরের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরলেন তিনি। শরীরের বেশ কাছে ছিল, সেটিতেই কাটের মতো শট খেলতে গিয়ে ধরা পড়েছেন নাজমুল। ৩৮ রান—১২ ওয়ানডের ক্যারিয়ারে এটিই তাঁর সর্বোচ্চ স্কোর।

নাজমুল ফেরার পর মাহমুদউল্লাহর সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন আফিফ হোসেন। ৩০ ওভার শেষে ৪ উইকেট বাংলাদেশের স্কোর ১৫১ রান।

আফিফের দুই চার, ধুঁকছেন মাহমুদউল্লাহ

প্রথম ম্যাচে ৪৬তম ওভারে নেমে মাহমুদউল্লাহ খেলেছিলেন ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস। আজ আসতে হয়েছে ২৪তম ওভারেই। দুইটি বাউন্ডারি মেরেছেন, তবে এখনো ঠিক ছন্দটা খুঁজে পাননি অভিজ্ঞ এ ব্যাটসম্যান। ৪৪ বলে করেছেন ২৪ রান।

আগের দিনের উইকেটেই খেলা হচ্ছে, উইকেট একটু ধীরগতির। সেখানে জিম্বাবুইয়ানদের আঁটসাঁট বোলিংয়ে মাহমুদউল্লাহ ঠিক খোলস ছেড়ে বের হতে পারছেন না।

৩৭তম ওভারে লুক জঙ্গুয়েকে টানা দুইটি চার মেরেছেন আফিফ হোসেন। ১৩ ওভার বাকি থাকতে বাংলাদেশের স্কোর ১৮৪ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন