কোনো আইপ্যাডেই হেডফোন জ্যাক ‘রাখবে না’ অ্যাপল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১৫:৩৩
নিজেদের আইফোন লাইনআপ এবং ‘আইপ্যাড প্রো’র মতো বেশ কয়েকটি আইপ্যাড ডিভাইস থেকে আগেই হেডফোন জ্যাক সরিয়ে ফেলেছে অ্যাপল। আর এখন যাবতীয় আইপ্যাড মডেল থেকেই এটি হারিয়ে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে।
ডিভাইসের এন্ট্রি-লেভেল মডেলে নতুন ডিজাইনের রেন্ডার অনুসারে, এতে আর তিন দশমিক পাঁচ মিলিমিটার আকারের ‘কানেকটর’ থাকবে না। ডিভাইসের ওপরে বা নীচে কোথাও নেই এটি।
প্রযুক্তি বাজারবিষয়ক সাইট ‘মাইস্মার্টপ্রাইস’ বলছে, দশম প্রজন্মের আইপ্যাড নিয়ে কাজ করা কেসিং নির্মাতার কাছ থেকে পাওয়া গেছে এই সব ক্যাড বা কম্পিউটার এইডেড ডিজাইন রেন্ডার। বেশ কয়েক বছর ধরে অপরিবর্তিত ‘ক্লাসিক আইপ্যাডের’ নকশায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে এটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ২ সপ্তাহ আগে
৭ মাস, ২ সপ্তাহ আগে
৭ মাস, ২ সপ্তাহ আগে
৭ মাস, ২ সপ্তাহ আগে
৭ মাস, ৩ সপ্তাহ আগে