You have reached your daily news limit

Please log in to continue


দূরপাল্লার বাসে যেমন ইচ্ছা তেমন ভাড়া

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বেশির ভাগ বাসেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যাত্রীপ্রতি কোথাও ৫০, কোথাও ১০০, কোথাও ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের বাগ্‌বিতণ্ডাও চলছে।

রাজধানী এক্সপ্রেস পরিবহনে ঢাকা থেকে কুষ্টিয়া যেতে ভাড়া ছিল ৪০০ টাকা। আজ শনিবার সকালে নেওয়া হচ্ছে ৫০০ টাকা। রাজবাড়ীর ভাড়া ছিল ৩০০ টাকা। সেটি ৪০০ টাকা নেওয়া হচ্ছে।

রাজধানী এক্সপ্রেসের একজন কাউন্টারমাস্টার বলেন, ‘ডিজেলের দাম এত বাড়ছে, টিকিটের দাম না বাড়িয়ে উপায় নেই।’ ঝিনাইদহ যাওয়ার জন্য স্ত্রীকে নিয়ে গাবতলী এসেছেন ইকবাল মিয়া। তিনি বলেন, ‘জননী পরিবহনে জনপ্রতি ৭০০ টাকা ভাড়া চাচ্ছে। আগে ছিল ৫০০ টাকা। অনেক বেশি ভাড়া চাইছিল। পরে দুজনের ১ হাজার ২০০ টাকা ভাড়া নিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন