কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাইড শেয়ারিং মোটরসাইকেলে গুনতে হচ্ছে বেশি ভাড়া

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১২:৪০

জ্বালানি তেলের দাম বাড়ায় বেশি ভাড়া রাখছেন রাইড শেয়ারিং মোটরসাইকেলচালকেরা। রাজধানীর বিভিন্ন জায়গায় ৫০ থেকে ১০০ এমনকি দ্বিগুণেরও বেশি ভাড়া গুনে যাতায়াত করতে হচ্ছে।


আজ শনিবার সকালে কল্যাণপুর থেকে পান্থপথ আসতে ১০০ টাকার ভাড়ার জায়গায় ১৫০ টাকা নিয়েছেন এক চালক। মো. ইনতাজ আলী নামের ওই মোটরসাইকেলচালক প্রথম আলোকে বলেন, একজন যাত্রীকে নিয়ে আসেন তিনি। যাত্রীর কাছ থেকে তিনি ১৫০ টাকা রেখেছেন। আজকের আগে কল্যাণপুর থেকে পান্থপথ তিনি ৮০ থেকে ১০০ টাকায় যাত্রী এনেছেন।


প্রায় দুই বছর ধরে ঢাকায় রাইড শেয়ারিং করা ইনতাজ আলী বলেন, ‘তেলের দাম বাড়তি। আমরা কী করব? ১০ থেকে ১৫ টাকা বাড়ালে মানা যায়। যা বাড়িয়েছে, তা নিয়মের মধ্যেই পড়ে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও