কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাত পোহাতেই ভাড়া বাড়লো কুয়াকাটা-ঢাকা পরিবহনে

জাগো নিউজ ২৪ কুয়াকাটা সৈকত প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১১:০৯

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়া বেড়েছে কুয়াকাটা থেকে ঢাকাগামী পরিবহনগুলোর। আবার অনেক বাস মালিক আপাতত বন্ধ রেখেছেন তাদের পরিবহন। তবে কুয়াকাটা থেকে পটুয়াখালী ও বরিশালগামী বাসগুলো আপাতত আগের ভাড়ায় টিকিট বিক্রি করলেও বিকেল নাগাদ ভাড়া বাড়তে পারে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ।


শনিবার (৬ আগস্ট) সকালে কুয়াকাটা থেকে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া বাস কাউন্টারগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়। কুয়াকাটা কাউন্টার সমিতির সভাপতি ইব্রাহিম হাওলাদার জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস মালিকদের নির্দেশনায় আমরা প্রতি টিকিটে ৫০-১০০ টাকা ভাড়া বৃদ্ধি করে বিক্রি করছি। আবার অনেক মালিক তাদের বাস না ছেড়ে আপতত বন্ধ রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তিনি আরো জানান, কুয়াকাটা থেকে ঢাকায় যেতে আগের চেয়ে এখন প্রায় ৬-৭ হাজার টাকা বেশি খরচ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও