You have reached your daily news limit

Please log in to continue


পুঁজিবাজারের বাইরের কোম্পানির জন্য মঞ্জুর করা ৩,৪০০ কোটি টাকার ঋণ বাতিল করল আইসিবি

নিজেদেরই নিয়ম ভেঙে ২৭টি কোম্পানিকে ৩ হাজার ৪০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছিল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সেসব ঋণ বাতিল ও স্থগিত করেছে সংস্থাটি। বাতিল করা ঋণগুলো ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের মার্চের মধ্যে অনুমোদন করেছিল আইসিবির বোর্ড।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আইসিবিরি ফান্ড মূলত পুঁজিবাজারে বিনিয়োগের জন্য। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছিল। এ কারণেই ওগুলো বাতিল করা হয়েছে।'

আইসিবির তহবিল ওইসব প্রকল্পে দিলে পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেই ঋণ বাতিল করা হয়েছে। কোম্পানিগুলোকে বিকল্প উৎস থেকে অর্থ সংস্থানের জন্য বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন